হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর নতুন বাজারে সিএনজির ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নতুন বাজার ১০০ ফিট ফ্যামিলি বাজারের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিকেল পর্যন্ত মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বাচ্চু মিয়া জানান, মৃত যুবককে আহত অবস্থায় সিএনজিচালক আবুল কালাম হাসপাতালে নিয়ে আসেন। আবুল কালাম পুলিশকে জানিয়েছেন, সকালে নতুন বাজার এলাকায় তিনি সিএনজি চালিয়ে যাচ্ছিলেন। ওই যুবক রাস্তা পার হওয়ার সময় সিএনজির সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। পরে তিনি নিজেই দ্রুত ওই যুবককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যুবককে ঢামেকে নিয়ে এলে তিনি মারা যান। 

বাচ্চু মিয়া বলেন, ‘সিএনজিচালক আবুল কালাম পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনাটি ভাটারা থানা-পুলিশকে জানানো হয়েছে। মৃত যুবকের পরনে ছিল সাদা গোল গলা গেঞ্জি ও নীল জিনস প্যান্ট।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন