হোম > সারা দেশ > ঢাকা

ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি বাম জোটের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার ঊর্ধ্বে ঋণ খেলাপিদের তালিকা এবং অর্থ পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে তারা এই দাবি জানান। একই দাবিতে ভবিষ্যতে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়িয়ে যেতে পারে না। খেলাপি ঋণ আদায় ও পাচারের টাকা ফেরত আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৭ দিনের মধ্যে ঋণখেলাপিদের তালিকা ও ঋণ অনুমোদনের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করতে হবে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকার শুধু লুটেরা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের পাহারাদার নয়, এরা এই লুটের অংশীদার।’

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘২০০৮ সালের পর কোকোর টাকা ফেরত আনা হলো, অথচ আওয়ামী দলীয় লোকদের কারোর টাকা এখন পর্যন্ত ফেরত আনা হলো না।’

বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘মুক্তবাজারের ধারা অব্যাহত রেখে সংকট সমাধান হবে না।’

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ব্যাংকগুলোয় অনেক লোমহর্ষক ঘটনা আছে। এমন কোনো ব্যাংক খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে টাকা লুটপাট হয়নি। বিভিন্ন দেশে এরা বেগম পাড়া, সেকেন্ড হোম গড়ে তুলেছে।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম জোট। সেখানে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা সমাবেশে মিলিত হন।

এখানে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, খেলাপি ঋণ কম দেখানোর জন্য নানা পদ্ধতি বের করা হয়। এতে পরিস্থিতির পরিবর্তন হয় না। খেলাপি ঋণ বেড়েই চলছে। এর মধ্য দিয়ে প্রকৃত শত্রুদের আড়াল করা হচ্ছে। এদের শক্তির উৎস ক্ষমতাসীন রাজনৈতিক দল। তিনি খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ এবং এদের বিদ্যুৎ-পানির লাইন কেটে দেওয়ার দাবি জানান।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার