মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি ফার্মেসি মালিক ও দুটি মুদি দোকান মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার সকালে উপজেলার নয়ারহাট ও লেছড়াগঞ্জ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে নয়ারহাট বাজারে সন্ধ্যা ফার্মাসির দোকানের মালিককে ৮ হাজার পাঁচশত টাকা, আসাদুল স্টোরকে এক হাজার টাকা, হৃদয় স্টোরকে পাঁচশত টাকা এবং লেছড়াগঞ্জ বাজারের দুটি ফার্মেসির দোকান মালিককে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।