হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারের ইনচার্জ রেজিনাকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আজিমপুরে ‘আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে’ শিশু মৃত্যুর ঘটনায় ওই ডে কেয়ারের দায়িত্বরত কর্মকর্তা রেজিনা ওয়ালীকে সাময়িক বরখাস্ত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ডে কেয়ার সেন্টারে ভর্তি ১১ মাস বয়সী শিশু উম্মে আলিফা বুধবার (২০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টা ৪৫-এ সেবা গ্রহণরত অবস্থায় মৃত্যুবরণ করে। সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) রেজিনা ওয়ালী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ওইদিন অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২ (খ) এবং বিধি ১২ (১) অনুযায়ী কর্তব্য কাজে অবহেলার দায়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ২০ ডিসেম্বর থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে রেজিনা ওয়ালী প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। 

আজিমপুর ডে কেয়ার সেন্টার (মধ্যবিত্ত) মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। এই সেন্টারে সেবা গ্রহণরত অবস্থায় শিশু উম্মে আলিফার মৃত্যুর ঘটনায় তার বাবা হাকিবুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলাও দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার দায়ের করা এই মামলায় এক নম্বর আসামি ডে কেয়ার সেন্টারের অফিসার ইনচার্জ রেজিনা ওয়ালী।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ