হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারের ইনচার্জ রেজিনাকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আজিমপুরে ‘আজিমপুর মধ্যবিত্ত ডে-কেয়ার সেন্টারে’ শিশু মৃত্যুর ঘটনায় ওই ডে কেয়ারের দায়িত্বরত কর্মকর্তা রেজিনা ওয়ালীকে সাময়িক বরখাস্ত করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ডে কেয়ার সেন্টারে ভর্তি ১১ মাস বয়সী শিশু উম্মে আলিফা বুধবার (২০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টা ৪৫-এ সেবা গ্রহণরত অবস্থায় মৃত্যুবরণ করে। সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) রেজিনা ওয়ালী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ওইদিন অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২ (খ) এবং বিধি ১২ (১) অনুযায়ী কর্তব্য কাজে অবহেলার দায়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ২০ ডিসেম্বর থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে রেজিনা ওয়ালী প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। 

আজিমপুর ডে কেয়ার সেন্টার (মধ্যবিত্ত) মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। এই সেন্টারে সেবা গ্রহণরত অবস্থায় শিশু উম্মে আলিফার মৃত্যুর ঘটনায় তার বাবা হাকিবুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলাও দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার দায়ের করা এই মামলায় এক নম্বর আসামি ডে কেয়ার সেন্টারের অফিসার ইনচার্জ রেজিনা ওয়ালী।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট