হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারের এক আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী সুলতান মিয়া (৫২) নামে সাজাপ্রাপ্ত এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি চেকের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

ঢাকা মেডিকেলে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত জানুয়ারি মাসে চিকিৎসার জন্য টাঙ্গাইল কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই বন্দীকে আনা হয়। কারা চিকিৎসকের পরামর্শে ওই বন্দীকে কয়েক দফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ গত ১৩ জুন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, ওই বন্দির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আদলতপাড়া গ্রামে। বাবার নাম আবেদ আলী। সি আর ৩৬৯ / ২১, ধারা-এন আই অ্যাক্ট ১৩৮। সংক্রান্ত মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিল। ততার কয়েদী নম্বর-১৪০১ /এ।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার