হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রতারণা থেকে ফেরাতে না পেরে কবিরাজ বন্ধুকে খুন: পুলিশ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবিরাজ আল আমিন শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। 

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম। 
 
হাফিজ মাস্টারের বরাত দিয়ে তিনি বলেন, ‘কবিরাজির মতো প্রতারণামূলক’ পেশা থেকে ফেরাতে না পারায় আল আমিন শেখকে গলা কেটে হত্যা করেন তিনি। ঝাড়-ফুঁকের জন্য মানুষ ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার হচ্ছে। বিভিন্ন সময় নিবৃত্ত করার চেষ্টা করলেও আল আমিন তাঁর কথা শোনেনি। তাই তাঁকে গলা কেটে হত্যা করেন।

গতকাল রোববার রাতে ফতুল্লার নয়ামাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। 

মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, হাফিজুর রহমান ও কবিরাজ আল আমিন শেখ পূর্বপরিচিত। দুজনে একসঙ্গে জাহাজে কাজ করতেন। তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিন বছর ধরে আল আমিন কবিরাজি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে আল আমিনের বাসায় বেড়াতে আসেন হাফিজ মাস্টার। এরপর তাঁরা এক কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোর হলে পরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত আল আমিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। পরে ঘর থেকে বেরিয়ে গিয়ে ফতুল্লার পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট