হোম > সারা দেশ > ঢাকা

তিন দফা দাবি: অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত জবির ১৪ শিক্ষার্থী

জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের একজন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আজ সকাল থেকে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া কয়েকজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।

তাঁরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী ও সোহাগ আহমেদ।

আজ রোববার রাত ৯টায় অনশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানজিল। পরবর্তী সময়ে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আতিকুর রহমানের প্রাথমিক চিকিৎসা চলছে মেডিকেল সেন্টারেই।

এদিকে রাত ৯টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়েন তাওহীদুল ইসলাম ও ফয়সাল মুরাদ।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের জ্যেষ্ঠ অফিসার মো. রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, তানজিলের ব্লাড প্রেশার কমে গেছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ মুহূর্তে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। তাঁকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।

মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, তাওহীদের ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপাতত এখন স্যালাইন দেব না। আর ফয়সালের চোখ দেবে গেছে। স্যালাইন দিতে হবে।

এদিকে ১০ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির