বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ খান মারা গেছেন। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি উপজেলার আমতৈল বগাপ্রতিমা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আসরের নামাজের পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ খানের বড় ছেলে মো. রঞ্জু খান বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়িতেই ব্রেন স্ট্রোক করেন। পরে শুক্রবার সকাল সাতটায় তিনি মারা যান।’