হোম > সারা দেশ > ঢাকা

উইঘুরে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে মুসলিম উইঘুরদের গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আল্লামা আতাউর রহমান মিয়াজী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরাম আয়োজিত উইঘুর গণহত্যা দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
 
মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। এ ছাড়া আরও বক্তব্য রাখেন এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামের সমন্বয়ক রাহাত হুসাইন, সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আল্লামা মুহিউদ্দীন খান ফারুকী প্রমুখ। আলোচনা সভা শেষে একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করে সংগঠনটি।

আতাউর রহমান মিয়াজী বলেন, ২০০৯ সালের আজকের দিনে সারা বিশ্বে উইঘুর মুসলমানদের উরুমকি দাঙ্গা ও গণহত্যার বার্ষিকী পালন করছে। চীন সরকার আনুমানিক ১.৫ মিলিয়ন লোককে আটক করে সংশোধনের নামে নির্যাতন নিপীড়ন করছে। চীনের সংখ্যালঘু মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে সোচ্চার হতে হবে। উরুমকিতে মুসলিম গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার করতে হবে।

ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, চীন সরকার উইঘুরে মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশের কোনো পুরোনো মসজিদ সংস্কার করতে না দেওয়া। নতুন মসজিদ নির্মাণের অনুমোদন না দেওয়া। বৌদ্ধমন্দিরের আদলে সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করলেই কেবল পুরোনো মসজিদ সংস্কারের অনুমোদন মেলে। মুসলিমদের পবিত্র হজকে পুরোপুরি নিরুৎসাহিত করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট