হোম > সারা দেশ > ঢাকা

উইঘুরে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে মুসলিম উইঘুরদের গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আল্লামা আতাউর রহমান মিয়াজী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরাম আয়োজিত উইঘুর গণহত্যা দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
 
মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। এ ছাড়া আরও বক্তব্য রাখেন এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামের সমন্বয়ক রাহাত হুসাইন, সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আল্লামা মুহিউদ্দীন খান ফারুকী প্রমুখ। আলোচনা সভা শেষে একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করে সংগঠনটি।

আতাউর রহমান মিয়াজী বলেন, ২০০৯ সালের আজকের দিনে সারা বিশ্বে উইঘুর মুসলমানদের উরুমকি দাঙ্গা ও গণহত্যার বার্ষিকী পালন করছে। চীন সরকার আনুমানিক ১.৫ মিলিয়ন লোককে আটক করে সংশোধনের নামে নির্যাতন নিপীড়ন করছে। চীনের সংখ্যালঘু মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে সোচ্চার হতে হবে। উরুমকিতে মুসলিম গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার করতে হবে।

ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, চীন সরকার উইঘুরে মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশের কোনো পুরোনো মসজিদ সংস্কার করতে না দেওয়া। নতুন মসজিদ নির্মাণের অনুমোদন না দেওয়া। বৌদ্ধমন্দিরের আদলে সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করলেই কেবল পুরোনো মসজিদ সংস্কারের অনুমোদন মেলে। মুসলিমদের পবিত্র হজকে পুরোপুরি নিরুৎসাহিত করা হচ্ছে।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর