হোম > সারা দেশ > গাজীপুর

মাদ্রাসার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে পরে এক স্কুলছাত্রের (১৩) মৃত্যু হয়েছে। মাদ্রাসা ছাদে টেনিস বল খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে তাকে উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের গোসিঙ্গা দারুল ফালা হাফিজিয়া মাদ্রাসায় ওই ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্র পলাশ (১৩) শেরপুর জেলার সদর উপজেলার সাতনংচর গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে। সে গোসিঙ্গা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা গোসিঙ্গা ইউনিয়ন খোঁজেখানি গ্রামের জনৈক আফাজ উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন। 

পলাশের বাবা মো. ইসাহাক আলী বলেন, ‘সকালে কখন ছেলে বাসা থেকে বের হয়েছে আমি জানি না। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই পলাশ মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। এরপর দ্রুত গিয়ে ছেলেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও জানান, প্রতিদিনই ওই মাদ্রাসার ছাদে তার ছেলেসহ অন্যরা খেলাধুলা করত। আজ টেনিস বল খেলতে গিয়ে অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে যায়। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমাউল হুসনা বলেন, পলাশ নামের এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। নিহতের মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা