হোম > সারা দেশ > ঢাকা

অর্ধ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলম দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের নথি সংরক্ষক ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিকেলে তাকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে কাধব্যাগে অর্ধকোটি টাকার বেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিয়ে দুবাই যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুরুল আলম নামে এই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালো কাধব্যাগের অভ্যন্তরে তল্লাশি করে ৫০০ মূল্যমানের ৩৭৭টি সৌদি রিয়াল, ১০০০ টাকা মূল্যমানের ১০টি আমিরাত দিরহাম, ২০০ মূল্যমানের ৫টি আমিরাত দিরহাম, ১০০ মূল্যমানের ২৭টি আমিরাত দিরহাম, ৫০ মূল্যমানের ৪টি ওমান রিয়াল, ২০ মূল্যমানের ১০টি ওমান রিয়াল জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকার সমপরিমাণ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন