হোম > সারা দেশ > ঢাকা

অর্ধ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলম দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার নুরুল আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের নথি সংরক্ষক ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বিকেলে তাকে আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে কাধব্যাগে অর্ধকোটি টাকার বেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিয়ে দুবাই যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুরুল আলম নামে এই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালো কাধব্যাগের অভ্যন্তরে তল্লাশি করে ৫০০ মূল্যমানের ৩৭৭টি সৌদি রিয়াল, ১০০০ টাকা মূল্যমানের ১০টি আমিরাত দিরহাম, ২০০ মূল্যমানের ৫টি আমিরাত দিরহাম, ১০০ মূল্যমানের ২৭টি আমিরাত দিরহাম, ৫০ মূল্যমানের ৪টি ওমান রিয়াল, ২০ মূল্যমানের ১০টি ওমান রিয়াল জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ ৯৫ হাজার ৭৫০ টাকার সমপরিমাণ।

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত