অনলাইন প্রতারণার মাধ্যমে ব্যাপক পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কিউকম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মুখপাত্র ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, এ বিষয়ে আজ দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল 'এসপিসি ওয়ার্ল্ড 'এর সিইও ও এমডি এবং 'নিরাপদ শপ' পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি।
অন্যান্য ই-কমার্স সাইটের মতো কিউকমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো বলে জানা যায়। এছাড়া পণ্য ডেলিভেরি না দেওয়ার অভিযোগ আছে।