হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হারিনাল নয়াগাঁও এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত স্কুল ছাত্রী সাথী (১৬) গাজীপুর মহানগরীর হারিনাল নয়াগাঁও এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে। সে গাজীপুর মহানগরীর এ আর মডেল স্কুলের দশম শ্রেণিতে পড়ত। 

পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী সাথী সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ে বাসায় আসে। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর নিহতের বাবা বাড়িতে ফিরে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে, জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মেয়ের মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুর মেট্রোপলিটন জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ বলেন, ‘মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে