হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি তোফায়েল হোসেন মোল্লাকে (৪০) ছুরি-চাপাতিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উত্তরার ৫ নম্বর সেক্টরের ২/এ সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন বুধবার ওই বাড়ির তৃতীয় তলার আসামির শয়নকক্ষ থেকে ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। 

গ্রেপ্তার হওয়া ওই আসামি হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডুমুরিয়া মোল্লাবাড়ির মো. ইসমাইল মোল্লার ছেলে। 

এর আগে ২৫ আগস্ট উত্তরা পূর্ব থানায় বাদী হয়ে রেজাউল ইসলাম পিয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৭৪ নম্বর আসামি তোফায়েল মোল্লা। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় উত্তরা পূর্ব থানার হত্যা মামলার আসামি তোফায়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শোয়ার ঘরে অভিযান চালিয়ে বড় দুটি ধারালো ছুরি ও চাপাতি জব্দ করা হয়েছে। ছুরি-চাপাতি জব্দের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন