হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বংশাই নদীর তীরে অভিযান চালাচ্ছেন প্রশাসনের লোকজন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম।

জরিমানার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও এ বি এম আরিফুল ইসলাম। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি চক্র সদরের বংশাই নদীর ত্রিমোহন এলাকায় ও পাকুল্যা এলাকার লৌহজং নদীর তীর থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ডাম্প ট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় নদীতীর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় গোড়াইল গ্রামের এবাদত হোসেন, জামুর্কী গ্রামের রাজু মিয়া, কুড়ালিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও চুকুরিয়া গ্রামের রিপন ভূঁইয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক