হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইকবাল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ইকবাল উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর পাহাড় কান্দি গ্রামের সুলতান মিয়ার ছেলে।

আজ রোববার রায়পুরা থানায় মামলা এজাহারভুক্ত করে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গত শুক্রবার দিবাগত রাত ১২টায় মুছাপুর ইউনিয়নে ধর্ষণের এ ঘটনা ঘটে। পর দিন শনিবার বিকেলে ভুক্তভোগীর স্বামী রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম ফোর্স নিয়ে ইকবালকে গ্রেপ্তার করে। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী রিকশাচালক। ঘটনার দিন রাতে তিনি বাইরে রিকশা চালাচ্ছিলেন। পরে ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে কৌশলে গ্রেপ্তার হওয়া যুবক ঘরে প্রবেশ করে। পরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে স্বামী বাড়ি ফিরে আসলে এ ঘটনার বর্ণনা দেন স্ত্রী। ওই রাতে স্বামী তার স্বজনদের জানান। পর দিন সকালে স্থানীয়দের জানালে সালিস দরবারে মীমাংসার চেষ্টা করে। ভুক্তভোগী পরিবার পরদিন বিকেলে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন। 

ভুক্তভোগীর স্বামী জানান, এর আগেও ইকবাল আমার স্ত্রী খারাপ প্রস্তাব দিয়ে উত্তপ্ত করে আসছিল। বিষয়টি অনেককে জানিয়েছি। 

অভিযুক্তের মা বলেন, ওই মহিলার স্বামীর অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। ওই বউকে সুকৌশলে তাড়িয়ে দিয়ে ওই মেয়েকে বিয়ে করার পাঁয়তারা করে নির্দোষ ছেলেকে এ ঘটনায় ফাঁসনো হয়েছে। 

অভিযুক্তের স্ত্রী মেহেরা বলেন, ওইদিন রাতে আমার স্বামী সারাক্ষণ আমার সঙ্গেই ছিলো। এমন কিছু হলে রাতেই তারা জানাতে পারত, পরে কেন বলাবলি করছে। 

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, অভিযোগ পাওয়া পরপর ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান