জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য নির্বাচনে আওয়ামীপন্থীরা তিন ভাগে বিভক্ত হয়েছেন। যাদের নেতৃত্বে রয়েছেন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।
এতে প্রথম দুজন অধ্যাপক প্রার্থী হলেও রাশেদা আখতার শোকাবহ আগস্টে নির্বাচন করবেন না।
বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৪টায় বিশেষ সিনেট সভা অনুষ্ঠিত হবে। এ সভার একমাত্র আলোচ্যসূচি উপাচার্য প্যানেল নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১ জন সিনেটর।
তবে নির্বাচন উপলক্ষে এরই মধ্যে তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হয়। যেখানে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ প্যানেল সহযোগী হিসেবে থাকবেন। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশ হিসেবে অধ্যাপক নূরুল ইসলামের এই প্যানেল গঠিত হয়েছে।
একই দিন বিকেলে কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারের নেতৃত্বে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর একাংশ আরও একটি প্যানেল ঘোষণা করে। যেখানে তিনি নিজে অংশগ্রহণ করবেন না বলে নিশ্চিত করেছেন। এই প্যানেলে রয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেন, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবদুল্লা হেল কাফি ও রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা।
অন্যদিকে এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ঘরানার দুটি শিক্ষক সংগঠন ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। তবে প্যানেল নির্বাচনে প্রার্থী দেবে না বলে জানিয়েছে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে’ এর নেতৃত্ব।