আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় কোনো ফিটনেসবিহীন বাস চলবে না। ফিটনেসবিহীন কোনো বাস চললে এবার জব্দ করে ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ রোববার নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯ তম সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র। এ সময় ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘পহেলা ডিসেম্বর থেকে ঢাকায় কোনো ফিটনেসবিহীন বাস চলবে না। এবার আমরা শুধু জরিমানা করব না, বরং ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করে তা ধ্বংস করে ফেলব।’
ঘাটারচর থেকে কাঁচপুর নতুন রুটে কোনো পুরোনো বাস চলবে না জানিয়ে মেয়র তাপস বলেন, ‘এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। আমাদের এই পরিকল্পনার বিষয়ে পরিবহন মালিকেরা সম্মতি দিয়েছেন।’