হোম > সারা দেশ > ঢাকা

রেলে দুর্নীতির কালো বিড়াল নতুন নয়: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমানে জ্বালানি ও রেলের দুর্নীতি দৃশ্যমান উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেছেন, ‘রেলের কালো বিড়াল চলে গেছে, কিন্তু দুর্নীতি শেষ হয়ে যায়নি। একজনের পর আরেকজন আসছে। এই সরকার যে উন্নয়নের মিথ্যা বুলি আমাদের দেখাচ্ছে, সেটা এখন সবার সামনে প্রকাশ পেয়েছে।’ 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট, রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।   

সরকার জনগণের হাতে উন্নয়নের মুলা ঝুলিয়ে হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে, এখন শুধু একটা বাঁশ ধরিয়ে দেওয়া বাকি বলে মন্তব্য করেন নুর। পিডিবির গত ২০-২১ সালের হিসাব উল্লেখ করে নুর বলেন, ‘পিডিবির হিসাবমতে, তাদের লাভ ১৩ হাজার ১৬৫ কোটি টাকা। কিন্তু তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে ১১ হাজার কোটি টাকা। উন্নয়নের নামে নেতা-কর্মীদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার রাস্তা খুলে দিয়েছে সরকার। এই গোঁজামিল উন্নয়নের হিসাব জনগণের সামনে এখন উন্মোচিত হয়েছে। শুধু রাজনীতিবিদেরাই নন, সিপিডির মতো সংগঠনগুলোও বলছে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়।’

দেশকে উগ্রবাদের দেশ হিসেবে পরিচিত করছে সরকার—এমন দাবি করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘মূল্যবোধের চরম অবমাননা হচ্ছে, শিক্ষকের গলায় জুতার মালা ঝোলানো হচ্ছে। সাম্প্রদায়িক হামলা হচ্ছে। কিন্তু এর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না।’ 

বিরোধী দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে নুরুল হক নুর বলেন, ‘একটা মেসেজ দিয়ে রাখতে চাই। এই সরকার পৈশাচিক প্ল্যান নিয়ে আগাচ্ছে। বিরোধী দলের কিছু নেতা-কর্মীর লিস্ট করা হয়েছে। তাদের গুম করা হবে, তাদের হত্যা করা হবে। তার পরে আবারও ভীতসন্ত্রস্ত একটা পরিস্থিতি তৈরি করে ২০১৪-এর মতো বিনা ভোটে নির্বাচন করে আবারও তারা ক্ষমতায় থাকার খোয়াব দেখছে।’ 

বিরোধী দলগুলো নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে রাজপথে নামলে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেন নুর। 

গণঅধিকার পরিষদের সদস্যসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি গণভবন থেকে বেরিয়ে জনগণের দুঃখ-কষ্ট দেখেন। আপনার সামনে একটা কাচের দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে। আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন। আপনি এখন ভার্চুয়াল মাধ্যমে আছেন। আপনি সরাসরি কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ আপনার নিরাপত্তার হুমকি রয়েছে। কারা আপনার নিরাপত্তার হুমকি তৈরি করেছে? কারা আপনাকে এই বন্দিদশায় রেখেছে? তাদের কথায় আর কর্ণপাত করবেন না।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু