হোম > সারা দেশ > ঢাকা

বিএসবির বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত প্রাঙ্গণে খায়রুল বাশারকে ডিম নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন তাঁরা।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

দুপুরে বাশারকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। প্রথমে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় বাশারের কাছে প্রতারিত হওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আদালতে হাজির হন। তাঁরা বাশারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে বাশারকে হাজতখানা থেকে আদালতে কাঠগড়ায় নেওয়ার সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটে ভুক্তভোগীরা বাশারকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে। সিঁড়ি দিয়ে আদালতের চারতলায় নেওয়ার সময়ও তাঁকে কয়েকজনের মারধরও করে। কিল, ঘুষি, লাথি মারে।

আদালতে তোলার সময় ভুক্তভোগীরা তাঁকে কিল-ঘুষি মারেন। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, কয়েকটা ডিম বাশারকে লক্ষ্য করে মারে ভুক্তভোগীরা। কয়েকজনে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়।

আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ বাশারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে বাশারের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল সোমবার সকালে বাশারকে আটক করে সিআইডি। পরে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪