হোম > সারা দেশ > ঢাকা

জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে এক দিন হোম অফিসের নির্দেশনা দিল ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে এক দিন কর্মীদের ঘরে থেকে কাজ করার (হোম অফিস) নির্দেশনা দিয়েছে ব্র্যাক। আগামী ১ আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। এতে সাড়া দিয়ে প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে ব্র্যাক। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে মঙ্গলবার কর্মীরা ঘরে থেকে কাজ করবে। সেই সময় খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ব্র্যাক হেড অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ব্র্যাক অফিসের লিফট লবির যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো থাকে, সেখানে বৈদ্যুতিক আলো নিভিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

অফিস চলাকালীনও লিফট চালানোর ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিনে একটি বাদে সব লিফট বন্ধ রাখা হবে। অফিস চলাকালীন যেসব স্থানে কর্মীরা পর্যাপ্ত সূর্যের আলো পান, সেখানে বৈদ্যুতিক আলো জ্বালানো হবে না। প্রিন্টার, ফটোকপি মেশিন, ওভেন, কেটলি ইত্যাদি যন্ত্র ব্যবহারের পর পর সুইচ বন্ধ করা হবে। 

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ব্র্যাক হেড অফিসে ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখা হবে। বিদ্যুৎ অপচয় রোধে প্রতিটি তলায় সব সময় পর্যবেক্ষণ করবে একটি রক্ষণাবেক্ষণ দল। অফিস শেষে রক্ষণাবেক্ষণ দল প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে পুরো ভবনের বৈদ্যুতিক আলো, ফ্যান ও এসির সুইচ বন্ধ করে দেবে। 

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কর্মসূচি পরিদর্শনে মাঠপর্যায়ে যাওয়ার জন্য একই জায়গায় একাধিক আবেদন জমা পড়লে ভ্রমণ সমন্বয় করা হবে। কেবল প্রধান কার্যালয় নয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্র্যাকের সকল ফিল্ড অফিস এবং মাঠপর্যায় কর্মীদেরও সক্রিয় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

ব্র্যাকের যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ী নীতি অনুসরণ করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্র্যাক আশা করছে, এই পদক্ষেপগুলো প্রতি মাসে অন্তত ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করবে। 

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড