হোম > সারা দেশ > ঢাকা

৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দুইটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ মার্চ জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারমুখী হয়ে পথচারি, রাস্তার যানবাহন ও কর্তব্যরত পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন চায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই দিন মঞ্জুর করেন।

অন্যদিকে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের দেশব্যাপী হরতালে নেতাকর্মীরা পুলিশের কর্তব্যে বাঁধা দেয়। কর্মীরা নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় পল্টন থানায় মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মামুনুলকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।

এছাড়া মামুনুলকে আরও ছয়টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। পল্টন এলাকায় নাশকতার অভিযোগে গত এপ্রিলে দায়ের করা আরও দুটি মামলা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই মামলায় রিমান্ড থেকে মামুনুলকে ফেরত আনার পর শুনানির জন্য দিন ধার্য করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু