হোম > সারা দেশ > টাঙ্গাইল

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর দায়সারা সড়ক সংস্কার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে ফতেপুর-আনুহলা সড়কের ধসে যাওয়া স্থান দায়সারা সংস্কার করেছে এলজিইডি। আজকের পত্রিকায় নির্মাণের 'তিন মাসেই সড়কে ধস' শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর এলজিইডি কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। তবে দায়সারা সংস্কার করায় বিক্ষুব্ধ এলাকাবাসী। 

গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা যায়, সড়কের যে স্থানটি ভেঙে গিয়েছিল শুধুমাত্র সেখানেই সামান্য কিছু রাবিশ (ইট, বালির বর্জ্য) ফেলে কোন রকমে রিকশা ভ্যান চলাচলের উপযোগী করা হয়েছে। বৃষ্টির পানিতে প্যালাসাইটিং ভেঙে রাস্তার ইট, মাটি, খোয়া পুকুরে ধসে গেলেও সেই প্যালাসাইটিং ঠিক করা হয়নি। ফলে যে রাবিশ ফেলা হয়েছে তা বৃষ্টিতে ধুয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই স্থানের বিশ গজের মধ্যে আরও কয়েকটি ভাঙা থাকলেও সেখানে কোন ধরনের রাবিশ পর্যন্ত ফেলা হয়নি। ফলে ওসব স্থানেও ধস দেখা দিতে পারে। 

এ ছাড়াও এই পুকুরের তিনদিকে পাকা সড়ক রয়েছে। সবদিকেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ শুধুমাত্র ওই একটি স্থানেই রাবিশ ফেলেছে। বাকি দুইদিকে রাবিশ ফেলে যানবাহন চলাচলের উপযোগী করেছে দাইন্যা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। 

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, 'জনভোগান্তি কমাতে আমার পরিষদের পক্ষ থেকে কয়েকটি স্থানে রাবিশ ফেলা হয়েছে। যেহেতু প্যালাসাইটিং ঠিক না করেই রাবিশ ফেলা হয়েছে তাই তাদের এই দায়সারা কাজে তেমন কোন লাভই হবে না। কিছুদিনের মধ্যেই আবার তা ধসে যাবে।' 

টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, 'আমি ভাঙনের ওই অংশটি ঘুরে দেখেছি। এরই মধ্যে তা সংস্কার করা হয়েছে। তবে স্থায়ীভাবে সংস্কার করতে আরও সময় লাগবে।' 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বলেন, 'সমস্যা হলে তার সমাধানও আছে। এই উপজেলার যে কোন স্থানে জনভোগান্তি দেখা দিলে আমি খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে বলে থাকি। আশা করি ভবিষ্যতেও এর ব্যত্যয় হবে না। তবে এ জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।' 

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার