হোম > সারা দেশ > ঢাকা

কোটা সংস্কার আন্দোলন: ৪ আগস্ট রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় রংপুরে আবু সাঈদসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনা তদন্তে আগামী ৪ আগস্ট রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। আর ৫ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অস্থায়ী কার্যালয়ে বিষয়টি জানিয়েছেন তিন সদস্য বিশিষ্ট কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। এ সময় কমিশনের সদস্য বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন। 

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, ১৮ জুলাই এক গেজেটে এক সদস্য বিশিষ্ট কমিশন করা হয়েছিল। নতুন গেজেটে তিন সদস্যের কমিশন করা হয়েছে। আগের গেজেট বাতিল করা হয়েছে। কাজের পরিধি ও সময় বেড়েছে। 

এখন ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহতদের মৃত্যুর কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে। 

তিনি বলেন, ৫ আগস্ট সকাল ৯টা থেকে রংপুর সার্কিট হাউসে নিহত আবু সাঈদের বিষয়ে, ৬ তারিখ সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন ও মানিক মিয়ার বিষয়ে, ৭ আগস্ট মেরাজুল ইসলাম ও আব্দুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্য নেবে তদন্ত কমিশন। জনসাধারণ সার্কিট হাউসে এসে তথ্য দিতে পারবে। আর একটি ই-মেইল অ্যাড্রেস চালু করা হয়েছে, সেখানেও বক্তব্য পাঠাতে পারবে।

সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কমিশনের সভাপতি বলেন, যারা সাক্ষ্য দিতে আসবেন সবার আসার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়-ভীতি প্রদর্শন করা যাবে না। কমিশন কাউকে ছাড় দিবে না।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি