হোম > সারা দেশ > মাদারীপুর

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে হত্যা মামলা

মাদারীপুর প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান। 

মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’ 

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু