হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় বিদ্যালয়ে আগুন দেওয়ার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি 

আফাজ উদ্দিন মাস্টার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যালয়ে আগুন দেওয়ার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ফুকুরহাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম।

গত ৬ সেপ্টেম্বর উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বাদী শাহীন খান বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আসামিরা গা ঢাকা দেন এবং অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতা-কর্মীদের হুমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। আসামিরা গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্ব ফটকে আগুন ধরিয়ে দিলে বিদ্যালয়ের আংশিক পুড়ে যায়। পরে আমি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করি।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মাবেন্দ্র বালো বলেন, শাহিন খানের দায়ের করা মামলায় আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন