হোম > সারা দেশ > ঢাকা

সচিবের মায়ের দেখভালে চিঠি ইস্যু নিয়ে যা বললেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের চিকিৎসায় নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দেখভালের দায়িত্ব দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন মন্ত্রী শ ম রেজাউল করিম। এ নিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলছেন, সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসা নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি ইস্যু করা হয়নি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। গণমাধ্যমের সূত্র ধরে জানতে পেরেছি, আমাদের মন্ত্রণালয়ের সচিবের মায়ের চিকিৎসার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ একনেক মিটিংয়ে আমি সচিব মহোদয়কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন, আমি কাউকে এ ধরনের কাজ করতে বলিনি। আমি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয়ের সচিবের মায়ের দেখভাল করার জন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।’

তবে সচিবের মাকে দেখার জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কেউ কেউ হাসপাতালে যেতে পারেন বলে উল্লেখ করে মন্ত্রী রেজাউল করিম বলেন, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো কিছু করা হয়নি, কাউকে কোনো রূপ দায়িত্ব দেওয়া হয়নি। মন্ত্রণালয় থেকে যেসব চিঠি ইস্যু করা হয় সেখানে দাপ্তরিক তারিখ ও কর্মকর্তার সই থাকে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

চিঠি ইস্যু না করেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া যায় কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এ বিষয়ে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সচিব আমাকে জানিয়েছেন, কাউকে তাঁর অফিশিয়াল নিয়মের বাইরে গিয়ে তাঁর মাকে দেখভাল করা বা কোনো দায়িত্ব পালন করার জন্য তিনি বলেননি। তিনি মৌখিকভাবেও এ ধরনের কোনো নির্দেশনা দেননি। 

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের মা। তাঁকে দেখাশোনার জন্য দপ্তর থেকে অপ্রাতিষ্ঠানিক চিঠি ইস্যু করে এক উপসচিবসহ অন্তত ২০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়। ওই নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের মায়ের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে অবস্থানের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু