হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখান থেকে সাড়ে ১৪ কেজির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখান থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এতে চার সাংবাদিক সহযোগিতা করেছে বলে জানায় পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম। 

ডিসি মোর্শেদ আলম বলেন, ‘দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকার কলিল বক্স রোডের মেহেদী হাসানের বেসমেন্টের মাটি খননকালে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কষ্টি পাথরের মূর্তিটি পাওয়া যায়। পরে সাংবাদিক এস এম সাইফুর নূর শুভ, তানজীম মাহমুদ তনু, মাহফুজুল আলম খোকন ও যোবায়ের এবং সিটি এসবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুজ্জামানের দেওয়া তথ্যমতে দিবাগত রাত সোয়া ২টায় মূর্তিটি জব্দ করা হয়।’ 

ডিসি বলেন, ‘বেসমেন্টের মাটি খননকালে জনি নামের এক শ্রমিক (লেবার) মূর্তিটি পায়। পরে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার উপরিভাগ ও নিচের অংশ ভাঙা ছিল, উচ্চতা অনুমান ১৩ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ অনুমান ১১ ইঞ্চি। ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।’ 

মোর্শেদ আলম বলেন, ‘মূর্তিটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও আদালতের অনুমতি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মূর্তিটি জব্দ করা হয়েছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির