হোম > সারা দেশ > ঢাকা

বাংলালিংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিলেন জেমস, হামিদ ও মানাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন নগর বাউল জেমস এবং মাইলসের হামিদ আহমেদ ও মানাম আহমেদ। আজ বৃহস্পতিবার এই মামলা প্রত্যাহার করে নেন তাঁরা।

সকালে ঢাকা মহানগর দায়রা আদালতে হাজির হয়ে পৃথক দুটি মামলায় পৃথক আবেদন করে বাদী মামলা প্রত্যাহার করতে চান। বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন এবং বাংলালিংকের চার কর্মচারীকে মামলা থেকে অব্যাহতি দেন। উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আপস-মীমাংসা হওয়ায় তাঁরা মামলা প্রত্যাহার করেন।

ঢাকার মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

এরিক অ্যাস (সিইও), নুরুল আলম, (চিফ কমপ্লায়েন্স অফিসার), তৈমুর রহমান (কর্পোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অফ ভ্যালু অ্যাডেড সার্ভিস) বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের এই চার কর্মকর্তাকে আসামি করে গত বছর ১০ নভেম্বর জেমস একটি মামলা করেন এবং অপর দুইজন আরেকটি মামলা করেন। 

গত বছর ৩০ নভেম্বর এই চার কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জামিন দেওয়া হয়। 

মামলার অভিযোগে বলা হয়, জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিদ আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন