হোম > সারা দেশ > ঢাকা

নিজেদের চিংড়ি মহালের ইজারা বাতিল করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পৈতৃকসূত্রে ইজারায় পাওয়া নিজেদের চিংড়ি মহালের ইজারা বাতিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি মন্ত্রণালয় থেকে চিংড়ি মহালের ইজারা দেওয়া হয় বলে নীতিগত কারণে ওই মহালের ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। 

ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় ভূমিমন্ত্রী এই নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, চিংড়ি মহালের রাজস্ব প্রদানে হয়রানি রোধে অনলাইন ব্যবস্থাপনা চালুর নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। তিনি চিংড়ি মহালের ইজারাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে রাজস্ব জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসিআর দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

একই পরিবার থেকে একাধিক সদস্য যেন চিংড়ি মহালের ইজারা না পায়, তা যাচাইয়ে অটোমেটেড সিস্টেম তৈরি করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। এ ছাড়া চিংড়ি-মহাল নীতিমালা আধুনিকায়নসহ জাতীয় পরিচয়পত্র ছাড়া চিংড়ি মহাল ইজারা না দেওয়ার ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। 

বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে ৪৪টি চিংড়ি মহালের ইজারার প্রস্তাব সভায় উত্থাপন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার ১৩৫ একর আয়তনের চিংড়ি মহাল চিংড়ি চাষের অনুপযুক্ত হওয়ায় তা জলমহালে রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের এক হাজার ৫৯৬টি চিংড়ি মহাল রয়েছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে