হোম > সারা দেশ > ঢাকা

পিজিসিবির সাবস্টেশনে ত্রুটি, রাজধানীর অনেক এলাকা অন্ধকারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের গুরুত্বপূর্ণ সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। এর জেরে রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ রোববার রাত ১০টার দিকে এই গোলযোগের সূত্রপাত হয়। ঘটনার পরপরই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পিজিসিবি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) একযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান সাংবাদিকদের জানান, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে ত্রুটির কারণে মূলত ডিপিডিসির অধীন অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ডেসকো অঞ্চলে তেমন প্রভাব পড়েনি।

রামপুরা, হাতিরঝিল, মগবাজার, বনানী, গুলশান ১ ও ২, ফার্মগেট, বাংলামোটর, মধুবাগ, কারওয়ান বাজার, হাতিরপুলসহ আশপাশের একাধিক এলাকায় বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গুলশান ২ এলাকায় বসবাসরত এক ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ সব বন্ধ হয়ে যায়। জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। যদি দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না আসে, তাহলে খাবার সংরক্ষণসহ অফিসের কাজেও সমস্যা হবে।’

হাতিরঝিলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, বিদ্যুৎ না থাকায় এলাকার সড়কবাতিগুলো নিভে গেছে। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তিনি বলেন, ‘আমরা ম্যানুয়ালি ট্রাফিক সামলানোর চেষ্টা করছি।’

পিজিসিবির একজন প্রকৌশলী জানান, সম্ভবত সাবস্টেশনে একটি সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ে। এতে অতিরিক্ত লোড পড়ে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়। বর্তমানে পিজিসিবির একাধিক টিম মেরামতকাজে নিয়োজিত রয়েছে।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ