হোম > সারা দেশ > ঢাকা

মামলা না করেই আদালত থেকে ফিরে গেলেন জেমস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা করতে এসেছিলেন নগর বাউল জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

আজ রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন জেমস । পরে দুপুর ১টার দিকে শুনানি হয়। বিচারক এ সভায় জেমসকে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে জেমস বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, জেমস আদালতে মোবাইল কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন।  থানা যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে তাঁকে মামলা করতে বলা হয়েছে।

নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। বাংলালিংক জেমসের বিভিন্ন গান তার অনুমতি ছাড়াই প্রচার করে যাচ্ছে। এসব বিষয়ে কোনো সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির