হোম > সারা দেশ > ঢাকা

মামলা না করেই আদালত থেকে ফিরে গেলেন জেমস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা করতে এসেছিলেন নগর বাউল জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

আজ রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন জেমস । পরে দুপুর ১টার দিকে শুনানি হয়। বিচারক এ সভায় জেমসকে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। পরে জেমস বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, জেমস আদালতে মোবাইল কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন।  থানা যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে তাঁকে মামলা করতে বলা হয়েছে।

নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। বাংলালিংক জেমসের বিভিন্ন গান তার অনুমতি ছাড়াই প্রচার করে যাচ্ছে। এসব বিষয়ে কোনো সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি