হোম > সারা দেশ > ঢাকা

চলতি বছর ডেঙ্গু রোগী ১৩ হাজার ছাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।

গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি