হোম > সারা দেশ > ঢাকা

জুলাই-আগস্টে আহতদের বিক্ষোভে সংহতি জানিয়ে ‘জয় বাংলা’ বলায় বৃদ্ধকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হয়েছেন এক বৃদ্ধ। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর শিশুমেলা সড়কে জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বেলা ১১টা থেকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সাত দফা দাবিতে শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

এক বৃদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে থাকেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে জেরা করতে শুরু করেন।

তাঁদের তোপের মুখে ওই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।

শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তিনি জয় বাংলা স্লোগান কেন দিলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আন্দোলনকারীরা গণপিটুনি দিয়ে ওই বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্টের ঘটনায় আহতরা পুনর্বাসন, চিকিৎসা ও বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।

তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—

১. আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।

২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।

৩. আহতদের জন্য যথাযথ ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

৫. তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’