হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের মুক্তমঞ্চের আশপাশের দোকান উচ্ছেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে মুক্তমঞ্চে আনন্দময় সময় কাটানোর সুযোগ ফিরে পাচ্ছে জেলা শহরবাসী। অবৈধ দোকানপাট উচ্ছেদ করায় আনন্দিত গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা শহরের লক্ষাধিক মানুষ।

এর আগে ২০২৩ সালের ২১ জুলাই আজকের পত্রিকায় ‘শতাধিক অবৈধ দোকানে নির্মলতা হারাচ্ছে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ’ শিরোনামে এবং ২০২৪ সালের ১৫ জানুয়ারি ‘অবৈধ দখল বাড়ছে, উচ্ছেদ অভিযান নেই’—এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

গুরুদয়াল সরকারি কলেজের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, ‘আমাদের কলেজের শিক্ষার্থীরা মুক্তমঞ্চের বেঞ্চে বসতে পারত না। অবৈধ দোকানপাটের দখলে ছিল এসব বেঞ্চ। এসব বেঞ্চে বসামাত্রই বাজে ব্যবহার করতেন তাঁরা। এসব অবৈধ দোকানপাট উচ্ছেদ হওয়ার কারণে আমরা শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসতে পারব। নির্বিঘ্নে গ্রুপ স্টাডিও করতে পারব। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে।’

গুরুদয়াল মুক্তমঞ্চে ঘুরতে আসা দর্শনার্থী জেলা শহরের রথখলা এলাকার বাসিন্দা শরীফুল আলম বলেন, ‘মুক্তমঞ্চ এলাকায় বসতে গেলে আর কোনো বাধা আসবে না। কোনো দোকানদার এসে বলবে না খাবার অর্ডার দেন, না হয় উঠে যান। মুক্তমঞ্চ যেন মুক্তই থাকে—এমন প্রত্যাশা আমাদের। পুলিশ প্রশাসনের জন্য আমাদের দুর্ভোগ কমেছে, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

গুরুদয়াল মুক্তমঞ্চে ঘুরতে আসা প্রায় ৩০ জন দর্শনার্থীরা বলেন, ‘স্থানীয় প্রভাবশালীদের প্ররোচনায় এসব ভাসমান দোকান দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিল। গজিয়ে ওঠা এসব টং দোকান কারও তোয়াক্কা করত না। ঘুরতে আসা সাধারণ জনগণের সঙ্গে খারাপ আচরণসহ অশ্লীল ভাষায় গালাগালও করত। এ ছাড়া কিশোর গ্যাংয়ের উপদ্রব তো ছিলই। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, তারা মুক্তমঞ্চ প্রভাবশালী সিন্ডিকেটকে তোয়াক্কা না করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ায়।’

সুশীল সমাজের প্রতিনিধি এ এম ওবায়েদ ও খাইরুল ইসলাম বলেন, ‘মুক্তমঞ্চের পাশে যে পার্ক রয়েছে তার দোলনাগুলোতে তালা দেওয়া থাকে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়রকে এ বিষয়ে অবহিত করলেও কোনো ফল পাওয়া যায়নি। ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে তিনি মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদসহ শিশুদের খেলাধুলার দোলনাগুলোও শিকল মুক্ত করেছেন। গুরুদয়াল কলেজ মুক্তমঞ্চে যেন অবৈধ দোকানপাট গড়ে উঠতে না পারে সে জন্য তদারকি অব্যাহত থাকুক।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, জনগণ যে দুর্ভোগ পোহাত তা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সকলের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির