হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে গাছ কেটে ভবন নির্মাণ বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভবন নির্মাণ বন্ধ ও মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল শুরু করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে ‘গাছ কাটা নিষেধ’ লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নূরে তামিম স্রোত।

এ সময় জহির রায়হান ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মোটুসী রহমান বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ-সংকট দূর হোক। তবে আইবিএ ভবনের জন্য নির্ধারিত স্থানে অসংখ্য গাছ রয়েছে। গাছ কেটে ভবন নির্মাণ করা হোক তা চাই না। তাই প্রশাসনকে বিষয়টি পুনরায় বিবেচনা করে বিকল্প স্থান নির্ধারণ করার দাবি জানাচ্ছি।’ 

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছপালা, জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণের পাঁয়তারা করছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ কাটার মহোৎসব থেকে বেরিয়ে আসুক। এ ছাড়া অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করার দাবি জানাচ্ছি।’ 

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বারবার গাছ কাটছে প্রশাসন। বরাবরের মতো যেখানে বেশি গাছ আছে, সেখানেই প্রশাসন ভবন নির্মাণের পাঁয়তারা করছে। তবে স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে আর কোনো গাছ কাটতে দেওয়া হবে না।’ 

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দক্ষিণে ও বিজ্ঞান কারখানার পার্শ্ববর্তী স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে আইবিএর ভবন নির্মাণের জন্য ৮ বিঘা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ৬ বিঘা করে মোট ২০ বিঘা জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি