নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি ও তার স্ত্রী কানিজ ফাতেমা দ্বিতীয় ডোজের কোভিড-১৯ টিকা নেন।
এসময় তিনি করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। সবাইকে করোনার টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।
গত ২০ ফেব্রুয়ারি কোভিড-১৯ টিকার প্রথম ডোজের টিকা নেন জয়নুল আবদিন ফারুক ও তার স্ত্রী।