নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তাঁর দায়িত্ব গ্রহণের জন্য বুধবার ঢাকায় পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। ভার্মা বাংলাদেশে নিযুক্তির আগে ভিয়েতনামে নিজ দেশের রাষ্ট্রদূত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নিজের নিযুক্তিপত্র হস্তান্তরের মাধ্যমে তিনি সহসা রাষ্ট্রদূত হিসেবে প্রত্যক্ষভাবে সক্রিয় হবেন।
প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়াও তিনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং চীনের হংকং ও বেইজিং, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও সানফ্রানসিসকো এবং নেপালের কাঠমান্ডুতে ভারতের বিভিন্ন মিশনের কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম দোরাইসামির স্থলাভিষিক্ত হয়েছেন।