হোম > সারা দেশ > ঢাকা

পিটার হাসকে হত্যার হুমকি: আ.লীগ নেতার বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে করা মামলা খারিজ করা হয়েছে। 

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী মামলা খারিজের এই আদেশ দেন।

ওই আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী আজকের পত্রিকাকে মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন আদালত।

এর আগে সকালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিকালে মামলা খারিজ করে দেন।

মামলায় আরও যাদের আসামি করা হয় তারা হলেন ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

মামলায় অভিযোগ করা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে মেরে ফেলার হুমকি দেন এবং অশালিন মন্তব্য করেন। ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস সম্বন্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা হাজার কোটি টাকার মানহানির শামিল। এ ছাড়া এসব বক্তব্যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু