বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রদলের সংঘর্ষের সময় গুলিতে নিহত বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনির বাবা হাবিবুর রহমান ভুইঞা মারা গেছেন। আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হাবিবুর রহমান ভুইঞার মৃত্যুর খবর আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে শওকত রহমান রনি। তিনি বলেন, ‘আমার বাবা দীর্ঘ দিন লিনথমা ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা থেকে লাশ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিজেশ্বর গ্রামে আজ এশার নামাজের পর জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে।’