হোম > সারা দেশ > ঢাকা

পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে: ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। 

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উদ্যোগে ‘মাধ্যমিক পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি ও মূল্যবোধের পরিপন্থী পাঠ্যসূচির অন্তর্ভুক্তি, পরিকল্পিত অপপ্রচার, মিথ্যাচার এবং সরকার উৎখাতের নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, পাঠ্যসূচিতে বেশ কিছু ভুল ও অসংগতি আছে এবং এই অসংগতি দূর করে নেবেন। এ ব্যাপারে দুটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন। কিন্তু এর পরও ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অব্যাহত রেখেছে। উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে ব্যাপকসংখ্যক উগ্রবাদী ও সন্ত্রাসী তৈরি করছে। 

 ‘মহানগর ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে তারা সরকারদলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে গুরুত্বপূর্ণ পদ-পদবি দখল করেছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়াতে কালোবাজারি মাফিয়া চক্রগুলোকে মদদ দিচ্ছে একশ্রেণির সরকারি কর্মকর্তা। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’ 

ইসলামী ঐক্যজোট আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩ দফায় দায়িত্ব পালন করবে বলেও জানান মিছবাহুর রহমান চৌধুরী। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানীসহ অন্যান্য নেতা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট