হোম > সারা দেশ > ঢাকা

পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে: ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। 

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ও ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উদ্যোগে ‘মাধ্যমিক পাঠ্যপুস্তকের ভুলভ্রান্তি ও মূল্যবোধের পরিপন্থী পাঠ্যসূচির অন্তর্ভুক্তি, পরিকল্পিত অপপ্রচার, মিথ্যাচার এবং সরকার উৎখাতের নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী স্বীকার করেছেন যে, পাঠ্যসূচিতে বেশ কিছু ভুল ও অসংগতি আছে এবং এই অসংগতি দূর করে নেবেন। এ ব্যাপারে দুটি কমিটি গঠনের ঘোষণাও দিয়েছেন। কিন্তু এর পরও ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অব্যাহত রেখেছে। উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে ব্যাপকসংখ্যক উগ্রবাদী ও সন্ত্রাসী তৈরি করছে। 

 ‘মহানগর ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে তারা সরকারদলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে গুরুত্বপূর্ণ পদ-পদবি দখল করেছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়াতে কালোবাজারি মাফিয়া চক্রগুলোকে মদদ দিচ্ছে একশ্রেণির সরকারি কর্মকর্তা। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।’ 

ইসলামী ঐক্যজোট আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ৩ দফায় দায়িত্ব পালন করবে বলেও জানান মিছবাহুর রহমান চৌধুরী। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মনিরুজ্জামান রাব্বানীসহ অন্যান্য নেতা।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট