হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরা থেকে শিহাব আহমেদ (৩২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৬২ নম্বর বাসার ৭ তলার একটি চিলেকোঠা থেকে সোমবার (২০ মে) দিবাগত গভীর রাতে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ফ্যাশন ডিজাইনিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিহাব নীলফামারীর জলঢাকা উপজেলার ইজারাদার (কইমারী) গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে।

উত্তরার ওই চিলেকোঠাটিতে শিহাব ও তাঁর দুই সহপাঠী ভাড়া থাকতেন। ঘটনার সময় সহপাঠীরা বাইরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে জানতে চাইলে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী এ প্রতিবেদককে বলেন, ‘আপনি সামনে আসেন। সামনাসামনি বলব।’

পরে পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে জানালা দিয়ে দেখতে পায়, দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় চিলেকোঠায় একজনের মরদেহ ঝুলছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেক্টর কল্যাণ সমিতির লোকজনের সামনে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’

পরিদর্শক পার্থ প্রতিম বলেন, ‘এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এক প্রশ্নের জবাবে পরিদর্শক পার্থ বলেন, ‘শিহাবের দুই রুমমেট বাসার বাইরে ছিলেন। তাঁরা এসে দেখেন দরজা ভেতর থেকে লাগানো। পরে জানালা দিয়ে শিহাবকে ঝুলতে দেখেন। জানা গেছে, কিছুদিন ধরে শিহাব অস্বাভাবিক আচরণ করতেন।’

এ বিষয়ে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্র আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা