নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পোস্তগোলার শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে আগুন লেগেছে। সাত তলা ভবনের চার তলায় শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টায় এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রথমে ৫টি ও পরে একে একে ৩টি ইউনিট যুক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অগ্নিকাণ্ডের কারণ, হতাহত বা ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।