হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছাত্রলীগের কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৩ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সভাপতি প্রার্থী মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

আজ বৃহস্পতিবার বিকেলে মনিরের মামা আয়নাল হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেছেন। পুলিশ এ মামলা তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন—উপজেলা দিঘলিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. ফরিদ হোসেন, আরিফুল ইসলাম ও আলামিন।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ছাত্রলীগের বর্ধিত সভায় সভাপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। ছাত্রলীগ নেতা মনিরের নাম সভাপতি ঘোষণা করায় ফরিদসহ তার সমর্থকেরা মনিরের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়। এদের মধ্যে সভাপতি প্রার্থী মনির হোসেনকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতে দিঘলিয়া ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় মনির নামে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় মনিরের মামা আয়নাল হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির