হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলে নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিলা রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-সানসিয়া সুলতানা সারা (২৫) ও তাঁর আড়াই বছরের ছেলে আব্দুর রহমান রাইয়ান। এ ঘটনায় ওই নারীর স্বামী আজগর আলী (৩০) ও তাঁর পাঁচ বছরের ছেলে আব্দুল্লাহ আহত হয়েছেন। তাঁরা জেলার বাসাইল উপজেলার ময়থা উত্তরপাড়া এলাকার বাসিন্দা। 

নিহতের স্বজনরা জানান, সারা ও আজগর আলী তাঁদের দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে হাতিলা এলাকায় মামার বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাঁরা হাতিলা রেলক্রসিং পাড় হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ট্রেনের ধাক্কায় সারা ও তাঁর ছোট ছেলে আব্দুর রহমান রাইয়ান ঘটনাস্থলেই মারা যায়। আর আহত বাবা-ছেলেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত সারার ভাই জামিলুর রহমান জানান, আজগরের মামার বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে করটিয়ার বাসায় ফেরার পথে হাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই আমার বোন ও শিশু ভাগনে নিহত হয়। এ সময় স্থানীয়রা আহত ভগ্নিপতি ও বড় ভাগনেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আজগরকে ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করা হয়। ভাগনে আব্দুল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিব পাল চৌধুরী বলেন, 'হাসপাতালে দুজনকে আনা হয়েছিল। এদের মধ্যে আজগর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর অপর এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।' 

টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। শুনেছি ওই ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তাঁদের স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে।'    

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির