হোম > সারা দেশ > ঢাকা

তেঁতুলতলা মাঠে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এলাকাবাসীর আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস আর পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের আপত্তি সত্ত্বেও তেঁতুলতলা মাঠে দেয়াল নির্মাণের কাজ শেষ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের উদ্দেশ্যে এই দেয়াল তুলেছে পুলিশ। 

এর আগে গতকাল বুধবার পরিবেশবাদী ও নাগরিক সংগঠনসমূহের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দেয়াল নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছিল পুলিশ। 

আজ বৃহস্পতিবার সরেজমিন তেঁতুলতলা মাঠে গিয়ে দেখা যায়, মাঠটির পূর্ব পাশে পুরো সীমানায় চার ফুট উচ্চতায় দেয়াল তোলার কাজ শেষ হয়েছে। এ সময় মাঠের আশপাশে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি না থাকলেও মাঠের মাঝে চেয়ার পেতে জনা বিশেক পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছে, গতকাল রাতেই দেয়াল তোলার এই কাজ সম্পন্ন করা হয়। 

মাঠে বসে থাকা পুলিশের কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের উচ্চ পর্যায়ের নির্দেশনার আলোকেই এই দেয়াল তোলার কাজটি রাতের মধ্যে শেষ করা হয়েছে।’ 

এ সময় এসআই জানান, আজকে তাঁরা রুটিন দায়িত্ব হিসেবেই মাঠে অবস্থান করছেন। 

মাঠ রক্ষার আন্দোলনের সমন্বয়ক আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে গতকাল মাঠ ছেড়ে গিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই মাঠে দেয়াল তুলে দেওয়াটা খুব খারাপ কাজ হয়েছে।’ 

পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমরা আন্দোলনকারী সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এই মাঠ রক্ষার জন্য আমাদের যে আন্দোলন আছে, তা অব্যাহত থাকবে।’ 

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি