হোম > সারা দেশ > ঢাকা

আমি কাউকে গুনি না: ঢাকা-১৭ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে হিরো আলম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ সোমবার বিকেলে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলার ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে ডিএমপির গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান হিরো আলম।

চলচ্চিত্র নায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিবসহ অনেকে এই আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এমন গুরুত্বপূর্ণ প্রার্থীদের বিরুদ্ধে জেতার আশা করেন কি না? জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আপনাদের কি মনে হয়? তাঁদের থেকে আমি হিরো আলম কম গুরুত্বপূর্ণ নাকি? আমি কাউকে গুনব না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কে ভাইটাল, কে দাঁড়াল, কে আসল না—সেটা গুরুত্বপূর্ণ না। আমি হিরো আলম ভাইটাল হয়ে তাঁদের বিরুদ্ধে আসছি।’

হিরো আলম বলেন, ‘আমি বগুড়ায় নির্বাচন করতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন চলচ্চিত্র জগতের মিয়া ভাই, ফারুক ভাই। তিনি মিডিয়া ব্যক্তি। তিনি নানা কারণে এলাকায় কাজ করতে পারেননি। আমিও মিডিয়াকর্মী। সে জন্য তাঁর অসমাপ্ত কাজগুলো করতে চাই। অনেকে হয়তো মনে করেন, হিরো আলমকে হয়তো শুধু রিকশা-ভ্যানচালকেরাই ভালোবাসেন। কয়েক দিন ধরে এই আসনে নিজে নিজে ঘুরেছি। দেখেছি বেশি কিছু কাজ হয়নি। আগামী চার-পাঁচ মাসে দেখি কিছু করতে পারি কি না? সেই চিন্তা থেকেই নির্বাচনের প্রার্থী হওয়ার চিন্তা।’ 

হিরো আলম আরও বলেন, ‘ঢাকা-১৭ আসন ঘুরে দেখলাম। এলাকার মানুষজন তো আমাকে আশ্বস্তই করলেন। সবাই বলছেন তুমি আসো আমরা তোমাকে চাই। সাহস পেয়েই নির্বাচনে প্রার্থী হচ্ছি। আমি বস্তির ছেলে অনেকেই গালি দিয়ে বলেন। ভাষানটেক, মহাখালী কড়াইল বস্তি এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন