হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় সাবেক ইউপি সদস্য নিহতের ঘটনায় আসামি বর্তমান চেয়ারম্যান 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের গুলিতে বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য স্বপন মিয়া (৪৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। এ ছাড়া এতে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে। 

এ ঘটনায় গতকাল রোববার ও আজ সোমবার পৃথক স্থান থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—বালুয়াকান্দি গ্রামের আবদুল মান্নাফের ছেলে মো. জসিম উদ্দিন (৪৬) ও দিঘলিয়া কান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. বাতেন মেম্বার (৫০)। 

রায়পুরা থানার পরিদর্শক গোবিন্দ সরকার বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেকজন থানায় রয়েছে।’

এর আগে গত শনিবার সকালে উপজেলার মেঘনার শাখা পাগলা নদীর বাশঁগাড়ীবড় জুরবিলা ঘাটে কচুরিপানার নিচ থেকে স্বপন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন