ঢাকা সাভারের আশুলিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন বর। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি এবং এর চালককে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জামাল সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য মাটিতে ছিটকে পড়ে যান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্ব সাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক। তবে এএসআই রিপন গুরুতর আহত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’