হোম > সারা দেশ > রাজবাড়ী

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রাজবাড়ী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই তরুণীকে পার্ক থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ভোরে গোয়ালন্দ ঘাট থানায় দুই তরুণীর একজনের বাবা বাদী হয়ে মামলা করে। গত মঙ্গলবার ওই দুই তরুণী বন্ধুর সঙ্গে পার্কে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন বলে এজাহারে উল্লেখ করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন কোতোয়ালি থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের ফয়সাল (২২), গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের মো. রাকিব (২১) ও গণি শেখেরপাড়া গ্রামের সজিব মোল্লা (২৪)।

মামলার বরাতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে দুই তরুণী বন্ধুর সঙ্গে গোয়ালন্দের একটি পার্কে বেড়াতে আসেন। এ সময় গ্রেপ্তার আসামিসহ অন্যরা তাঁদের নির্জন স্থানে নিয়ে মোবাইল ফোন ও সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই দুই তরুণীকে তাঁরা সেখান থেকে তুলে নিয়ে একটি গ্রামের খেতের পাশে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যান। বিষয়টি তরুণীরা তাঁদের অভিভাবকদের ফোনে জানান। খবর পেয়ে তাঁদের অভিভাবকেরা এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তাঁদের পরিবার লোকলজ্জার ভয়ে তিন দিন চুপ থেকে শেষ পর্যন্ত শুক্রবার ভোরে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।

ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘মামলার পর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার